বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানে স্টিফেন হকিং একটি গুরুত্বপূর্ণ নাম। আজকের দিনে পুরো বিশ্বের পদার্থবিজ্ঞানীরা কণাবাদী মহাকর্ষ নামের যে তত্ত্ব নিয়ে কাজ করছেন, হকিং তার অন্যতম পথিকৃৎ। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তিনি দেখান, তথ্য হারিয়ে যাওয়ার একটি ব্যাপার ঘটে, যাকে আমরা বলি ব্ল্যাকহোল ইনফরমেশন প্যারাডক্স। এটি আসলে আইনস্টাইনের মহাকর্ষতত্ত্বের সীমাবদ্ধতাকেই প্রকটভাবে তুলে ধরে। ব্যাপারগুলো ভালোভাবে বোঝার জন্য গোড়া থেকে শুরু করা যাক।
Learn about science, technology, programming any time any where!
Comments
Post a Comment