কোনো ধাতুর ক্ষয়রোধের জন্য এর ওপর অ্যালুমিনিয়াম বা স্টিলের আস্তরণ দেওয়া হয়। রঙের প্রলেপ দিলেও কাজ হয়। অনেক সময় টিনের প্রলেপ দিয়েও কোনো ধাতুর ক্ষয়রোধের ব্যবস্থা করা হয়। একে বলা হয় অ্যানোডিক প্রোটেকশন। টিনে মরিচা ধরে ঠিকই, কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি না থাকলে সেটা হবে না। যে টিনে মরিচা ধরে সেটি আসলে অবিশুদ্ধ টিন। টিন হলো একটি কম সক্রিয় ধাতু। সাধারণত স্টিলের ওপর টিনের প্রলেপ দিলে তা বেশি দিন টিকে থাকে।
Learn about science, technology, programming any time any where!
Comments
Post a Comment